নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ আবেদন করতে যা যা প্রয়োজন


নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ আবেদন করতে যা যা প্রয়োজন

১। SSC এবং HSC তথ্যঃ
  • শিক্ষা বোর্ডের নাম
  • SSC
  • রোল
  • রেজিস্ট্রেশন নং
  • পাসের সাল
  • HSC
  • শিক্ষা বোর্ডের নাম
  • রোল
  • রেজিস্ট্রেশন নং
  • পাসের সাল
নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ আবেদন করতে যা যা প্রয়োজন


২। যে কোর্সে আবেদন করবেনঃ বিএসসি/ ডিপ্লোমা ইন নার্সিং/ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি।
৩। মুক্তিযোদ্ধা / ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী কোটা থাকলে তার সনদ। না থাকলে (নাই)
৪। ঠিকানাঃ বর্তমান অথবা স্থায়ী যে কোন একটা দিলে হবে। সবগুল ইংরেজিতে (English) লিখবেন।
  • ক) অভিভাবকের নাম।
  • সাইফ নার্সিং প্রতি কেডিং, আপনার সহযোগিতায় সব সময় আপনার পাশে
  • খ) গ্রামের নাম
  • গ) পোস্ট কোড (NID কার্ডের পিছে অথবা জন্ম নিবন্ধনে লেখা আছে)
  • ঘ) মবাইল নাম্বার ২ টা দিবেন সব সময় যেটা খোলা থাকে। ১ টা নাম্বার দিলেও হবে।
  • ঙ) জেলার নাম।
  • চ) উপজেলার / থানার নাম।
৫। কলেজ চয়েজ সাজিয়ে নিবেন। ভর্তি সার্কুলারে কলেজের নাম দেয়া আছে। কলেজের কোড লিখবেন না কলেজের নাম লিখবেন।
৬। ভর্তি পরীক্ষার সেন্টার। (২২ টি সেন্টারের মধ্যে যে কোন ১ সেন্টারে পরীক্ষা দিতে পারবেন)।
৭। ১ কপি রঙিন ছবি ও কাগজে স্বাক্ষর। (বিঃ দ্রঃ এমন স্বাক্ষর করবেন না যা পরবর্তীতে আপনি নিজেও চিনতে পারেন না)
৮। আবেদন ফি ( ডিপ্লোমা ও মিডওয়াইফারি ৫০০ টাকা , বিএসসি- ৭০০ টাকা) সাথে আবেদন কারীর খরচ।

আবেদনে শিক্ষার্থীরা যেখানে ভুল করে


আবেদন কমপ্লিট করার আগে কিছু বিষয় খেয়াল রাখবেন এবং মিলিয়ে নিবেন, আপনার কোন তথ্য যেন ভুল না থাকে। মোবাইল নাম্বার টা ভালো ভাবে মিলিয়ে নিবেন। সবগুলো কলেজ চয়েজ দিবেন (পছন্দের গুলো আগে দিয়ে)। ছবি এবং স্বাক্ষর মিলিয়ে নিবেন আপনার ছবি ও স্বাক্ষর কি না। সেন্টার দেখবেন ঠিক আছে কি না।

পেমেন্ট কমপ্লিট করার আগে ভালো করে চেক দিবেন না হলে টাকা অযথা নষ্ট হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url